প্রতিটি শিক্ষার্থীর মাঝে শিক্ষা, নিয়মানুবর্তিতা ও মূল্যবোধ অর্জনই আমাদের মূল লক্ষ।
- সৃজনশীল পদ্ধতির উপর সর্বোচ্চ গুরুত্ব পাঠদান।
- শিক্ষার্থীদের না বুঝে মুখস্থকরনের পরিবর্তে সৃজনশীল দিয়ে পদ্ধতিতে আতস্থকরনে আগ্রহী করে তোলা।
- দূর্বল ও অমনোযগী শিক্ষার্থীদের ক্লাস শেষে Extra Care এর মাধ্যমে বিষয়ভিত্তিক Improvement করানো।
- কোন শিক্ষার্থীকে প্রাইভেট বা কোচিং সেন্টারে পড়তে হয় না। ক্লাসে ৯০% উপস্হিতি বাধ্যতামূলক।
- নিয়মিত Class Test model test এর মাধ্যমে শিক্ষার্থীকে মনোযোগী করে তোলা।
- কোন শিক্ষার্থী ক্লাশে অনুপস্থিত থাকলে তাৎক্ষনিক অভিভাবকদের সঙ্গে ফোনে যোগাযোগ করে অনুপস্থিতির কারন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা
- নিয়মিত Class Test Weekly Test Model test এর ফলাফল অভিবাবকের নিকট রিপোর্ট আকারে পাঠানো।
- একজন গাইড শিক্ষকের অধীনে ১০-১৫ জন শিক্ষার্থীকে সর্বাক্ষনিক তত্বাবধান করা হয়। এছাড়া প্রত্যেক শ্রেনির জন্য এক জন শ্রেনি শিক্ষক রয়েছে ।